বটিয়াঘাটা প্রতিনিধি : জাতিসংঘের ফর ডেভেলপমেন্ট পলিসি(সিডিপি) সম্প্রতি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠার যোগ্যতা অর্জনের স্বীকৃতি দেয়ায় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা সংস্থা দ্য স্যাটিসটিক্স জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধান মন্ত্রী স্বীকৃতি অর্জন করায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে পথ সভার মধ্য দিয়ে শেষ করেন। উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে আনন্দ মিছিলে প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র গাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মহিউদ্দীন, থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মামুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা রামপদ সাহা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মনিরুল মামুন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: স্বপন কুমার রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মো: রুবেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, প্রকৌশলী মো: মাহমুদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তণু, শিক্ষা কর্মকর্তা মো: হাবীবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্র্রকাশ ঢালী, পল্লী উন্নয়ন কর্মকর্তা সরদার রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক দিলীপ হালদার, চেয়ারম্যান, শেখ হাদীউজ্জামান হাদী, মিজানুর রহমান মিলন গোলদার প্রমূখ।