পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষদের বিরুদ্ধে নওশের নামে এক দরিদ্র ব্যক্তির বাড়ী ভাংচুর, দখল, ক্ষয়-ক্ষতির অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলা করে বাদী বিপাকে। জীবন নাশের হুমকি আসছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার হিতামপুর গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মেলেকপুরাইকাটি গ্রামের মৃত আলম মোড়লের পুত্র হতদরিদ্র নওশের আলী মোড়ল অতি কষ্টে তার উপার্জিত অর্থ দিয়ে পাশেই হিতামপুর মৌজায় ৫৪৬ ডিপি খতিয়ানের ১২৫৭ দাগ হতে ৮ শতক জমি ২০১৭ সালে ক্রয় করেন। নওশের ক্রয় করার পর সেখানে ঘর-বাড়ি নির্মাণ পূর্বক ফসলাদি লাগিয়ে ভোগ দখল করে আসছে। কিন্তু প্রতিবেশী বৃত্তি গোপালপুর গ্রামের মৃত মোজাম সরদারের পুত্র বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের নৈশ প্রহরী হঠাৎ কোটিপতি হায়দার আলী মোড়লের নওশের জমির উপর কুনজর পড়ে। তাই হায়দার ১০/১৫ জন দুর্বৃত্ত নিয়ে ১৯/০২/১৮ তারিখ রাতে ট্রাক্টর, দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় ফসলাদি নষ্ট ও ঘর-বাড়ি ভাংচুর করে ৪০টি মেহগনি গাছ কেটে নিয়ে যায়। এ ঘটনায় নওশের বাদী হয়ে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হায়দারকে ১নং আসামী করে ১০ জনের নাম উল্লেখ পূর্বক ১৫ জনের নামে একটি মামলা করে। যার নং- সি.আর ১০৪/১৮। মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে ওসি, পাইকগাছা থানাকে তদন্ত করে প্রতিবেদন নেয়ার নির্দেশ দেন মামলা করার পর হায়দার গংরা নওশেরকে জীবন নাশের হুমকি সহ বিভিন্ন ধরণের হুমকি অব্যাহত রেখেছে বলে বাদী অভিযোগ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই বাবুল জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই মুহুর্তে কিছু বলা ঠিক হবে না।