ডুমুরিয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০৩-২২ - ১৯:৩১

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : জাতিসংঘের ডেভেলপমেন্ট পলিসি(সিডিপি) সম্প্রতি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠার যোগ্যতা অর্জনের স্বীকৃতি দেয়ায় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা সংস্থা দ্য স্যাটিসটিক্স জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধান মন্ত্রী স্বীকৃতি অর্জন করায় ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বৃহ¯পতিবার সকালে এক বর্ণাঢ্য আনন্দ শোভযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আশেক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম, উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: নাজমুল হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা এ এইচ এম মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, , থানা অফিসার ইনচার্জ মো: হাবিল হোসেন, প্রথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, পিডিএফ ম্যানেজার উজ্জল ভট্রাচার্জ, আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়াদার, বাবুল আক্তার, হাসনাহেনা প্রমুখ। অপরদিকে ডুমুরিয়া কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীদের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী শেষে কলেজ অডিটরিয়মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসনেয়ারা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক ধ্যানেশ কুমার গোশ্বামী, মো: আমানুল্লাহ, নারায়ন চন্দ্র মন্ডল, রঞ্জন কুমার তরফদার, অনিন্দ সুন্দর, খান নুরুল ইসলাম, কবিতা আবৃতি করেন অধ্যাপিকা চন্দনা বিশ্বাস, সিনিগ্ধা ও সুলগ্না বসু। এছাড়া ডুমুরিয়া সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, শাহপুর মধুগ্রাম কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ উৎসব পালিত হয়।