যশোর প্রতিবেদক: যশোর মনিহার এলাকায় অনি অটোমোবাইলসে ভেজাল মবিল বিক্রি হচ্ছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে। এসময় প্রতিষ্ঠানের প্যাকেজিং সামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভ্রাম্যমান আদালত তরিকুল ইসলাম রাজুর অনি অটোমোবাইলসে গিয়ে দেখতে পান, অনুমোদন ছাড়া বিভিন্ন নামী ও দামী ব্রান্ডের লুব্রিকেন্ট সুপার ভি, মবিল চোরটি, ফুকস লুব্রিকেন্ট, ক্যাস্টরোল এর হুবহু নকল প্রস্তুত, প্যাকেজিং ও বাজারজাতকরণ করছে। ভ্রাম্যমান আদালত এসময় ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন। এসময় কারখানা ও প্রতিষ্ঠানটি সিলগালা এবং প্যাকেজিং সামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল শেখ। আদালতের পেশকার মো. জালাল উদ্দিন এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।