যশোর প্রতিবেদক : যশোর শহরের কেন্দ্রীয় কারাগারের সামনে রানা ওরফে বাবু (৩২) নামে এক ইজিবাইক চালককে ছুরি মেরেছে দুর্বৃত্তরা। আহত বাবু শহরের রায়পাড়া কয়লাপট্টির মৃত আবুল হোসেনের ছেলে।
আহতের মা রহিমা বেগম বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে বাবু তার এক বন্ধুকে দেখতে জেলখানায় গিয়েছিল। বন্ধু সাগরকে দেখে ফেরার সময় জেলখানার প্রধান ফটকের সামনে ৪-৫ দুর্বৃত্ত বাবুর পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরি মেরে পালায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।’
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সিনিয়র নার্স জোছনা পারভিন ডাক্তার রহিম মোড়লের উদ্ধৃতি দিয়ে সুবর্ণভূমিকে বলেন, ‘আহত বাবুর অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার তরা হয়েছে।’
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম বলেন, ‘বাবুকে ছুরি মারার খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।’