তাপস কুমার বিশ্বাসঃ মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে। শিক্ষা, বিদ্যুৎ, কৃষিসহ গ্রামীন অবকাঠামো উন্নতি সাধিত হয়েছে। দেশ ও জনগনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
শুক্রবার সন্ধ্যায় খুলনার ফুলতলার জামিরা বাজারে অনুষ্ঠিত বাজার বণিক সমিতির নব নির্বাচিত কর্মকর্তাবৃন্দের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনও মাশরুবা ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) পিংকি সাহা, ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী, আওয়ামীলীগ নেতা বিএমএ সালাম, মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন বি এম এ শাহাদাৎ হোসেন, নব নির্বাচিত সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, সুকুমার দে, আলহাজ¦ হারুন অর রশিদ, জাফর আহম্মেদ, শিক্ষক নুরুল হক মোল্যা, রেজোয়ান শেখ, শফিকুল ইসলাম, আশারাফ হোসেন শেখ, প্রভাষ কুমার মল্লিক, আঃ সবুর সরদার, সেলিম সরদার, আঃ কুদ্দুস শেখ, তাহমিদ হোসেন তাবা, প্রমুখ। পরে সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি সহ-সাধারণ সম্পাদক এস এম আতাউর রহমান, সাংগঠনিক ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নাসির খান, কোষাধ্যক্ষ বি এম আসাদুজ্জামান লিচু, দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম শামীম। সদস্য মোঃ মিলন শেখ মোঃ সাইফুল ইসলাম খান, মনিরুজ্জামান, মোঃ বাহারুল ইসলাম সরদার, মোঃ সাইফুল ইসলাম সরদারসহ নব নির্বাচিত কর্মকর্তাবৃন্দকে শপথবাক্য পাঠ করানো হয়। এর পরে মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ফুলতলা উপজেলার পঠিয়াবান্দা, দক্ষিণডিহি নবীন স্বরস্বতি ও দামোদর শাহাপাড়ায় মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।