এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় গৌরীঘোনা ও সাতবাড়িয়া ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিনিধিদের দুই দিনের এক প্রশিক্ষণ গতকাল সকালে জাইকা প্রকল্পের সহযোগিতায় উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীনের পরিচালনায় আরসিএইচসিআইবি ও সিবিএইচসি-এর আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে প্রধান অতিথি হিসাবে দুই দিনের প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা। প্রশিক্ষণ প্রদান করেন ডাঃ তন্ময় বিশ্বাস।