সুন্দরবনে জিম্মি ১৭৮ বাওয়ালীকে উদ্ধার

প্রকাশঃ ২০১৮-০৪-০৩ - ২১:৩৩

খুলনা : গোপন সংবাদের ভিত্তিতে গত ২ এপ্রিল বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী মোংলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনায় সুন্দরবনে জিম্মি ১৭৮ বাওয়ালীকে উদ্ধার। উক্ত অভিযানে দাকোপ থানাধীন টেপার ভাড়ানি খাল সংলগ্ন এলাকা থেকে মোশারফ বাহিনীর হাতে জিম্মি ৫৫ টি নৌকা উদ্ধার করা হয়। বাওয়ালীদের জিম্মি করে ডাকাতরা নৌকায় অবস্থান কালে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এই সময় কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায় এবং ডাকাতদেরকে ধরার জন্য ধাওয়া করে। কিন্তু ডাকাতরা ইঞ্জিন চালিত নৌকা দিয়ে গহীন জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ সময় ডাকাতদের ব্যবহৃত দুটি আস্তানা ধ্বংস করা হয়। উদ্ধারকৃত বাওয়ালীদের বাড়ি খুলনা জেলার দাকোপ থানার বিভিনড়ব গ্রামে। উদ্ধারকৃত বাওয়ালী ও নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আদাচাই ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।