ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ হোমিওপ্যাথির জনক মহাত্মা ডা: ফ্রেডারিক স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী হোমিও শিক্ষামূলক এক সেমিনার বৃহস্পতিবার সকালে ফুলতলার গাজী হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়। ডাঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি হুমায়ুন কবির ভূঁইয়া। কিডনী ও মুত্রপাথরী রোগে হোমিওপ্যাথিক চিকিৎসার উপর কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ডা: গাজী আব্দুল আজীজ । বিশেষ অতিথি ছিলেন খুলনা হোমিও রিসার্চ সেন্টারের পরিচালক আলহাজ্ব ডা: সেলিম হুসাইন, ব্যবসায়ী শেখ মতলেব হোসেন, ডাঃ মোঃ হায়দার আলী। প্রভাষক গাজী এনামুল হক ফারুকের পরিচালনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ডাঃ জি. এম. এ. খালেক, ডাঃ বিধান চন্দ্র সরকার, প্রভাষক ডাঃ এম.এ. হাই, প্রভাষক ডাঃ পারুল পারভীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডাঃ সুলতানা ফারুক । পরে কোর্স উত্তীর্ণ কলেজের ২৮ জন শিক্ষার্থীকে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্যারামেডিকেল বোর্ড কর্তৃক সার্টিফিটেক ও রেজিঃ সনদ প্রদান করা হয়।