সাঁথিয়া(পাবনা) সংবাদদাতা : পাবনার সাঁথিয়ায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবীতে ও একটি কুচক্রিমহলের অপতৎপরতার বিরুদ্ধে সাঁথিয়ায় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা প্রতিবাদ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচীর আয়োজন করে।
বুধবার সকাল ১১টায় সাঁথিয়া সদরের প্রধান সড়কে এক প্রতিবাদ ও মানববন্ধন করে উপজেলা মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পাবনা -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. শামসুল হক টুকু, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, আব্দুল লতিফ, জহুরুল হক মাষ্টার, মুক্তিযোদ্ধার সন্তান বিন তৌফিক সবুজ ও কামরুন নাহার কণা প্রমুখ। বক্তারা কুচক্রীমহলের অপতৎপরতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদেরকে সোচ্চার হওয়ার আহবান জানান। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।