কয়রা প্রতিনিধি : উৎসাহ উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কয়রায় উৎযাপিত হয়েছে বাঙালির প্রানের উৎসব বাংলা নববর্ষ-১৪২৫। ১৪২৫ উদ্যাপন উপলক্ষে শনিবার সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দেশীয় সাংস্কৃতি ও ইতিহাস ধারণ করে শোভাযাত্রাটি শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠিত বর্ষবরণ শোভাযাত্রায় অংশ গ্রহন করে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন, ক্লাব, গানের স্কুল ও প্রায় অর্ধ শতাধিক স্কুল প্রতিষ্ঠান সহ হাজার হাজার মানুষ। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আখম তমিজউদ্দীন, কয়রা থানা অফিসার ইনচার্জ এনামুল হক, কৃষি অফিসার মিজান মাহমুদ, শিক্ষা অফিসার নাজমুল হক, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের পাশাপাশি দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল পান্তা ভোজ, গ্রামীণ হারিয়ে যাওয়া খেলাধুলা, হাড়ি ভাঙা, পুকুরে হাঁস ধরার খেলা, কাছি টানা ইত্যাদি প্রতিযোগিতা। সব শেষে ছিল আকর্ষনীয় পুরস্কারে র্যাফেল-ড্র।