ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ স্ত্রী পারভীন বেগম (২৬) নামে এক গৃহবধুকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে তার স্বামী সালাহউদ্দিন ফারাজি (২২) কে আটক করেছে পুলিশ। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুরে খুলনার ফুলতলা মঠবাড়িয়া গ্রামে। তারা উভয়ই ফুলতলার আইয়ান জুট মিলের শ্রমিক হলেও সালাউদ্দিন নড়াইল সদরের আকদিয়া গ্রামের হাফিজ ফারাজির পুত্র।
পুলিশ ও এলাকাবাসি জানায়, অভয়নগরের বানিপুর বগুড়াতলার ইউনুচ শেখের কন্যা স্বামী পরিত্যক্তা পারভীন বেগম আইয়ান জুট মিলের শ্রমিক। সালাউদ্দিনও ঐ মিলে কাজের সুবাধে তাদের পরিচয় ও পরবর্তীতে বিয়ে হয়। তারা উভয়ই কর্মস্থল আইয়ান জুট মিলের কাছাকাছি মঠবাড়িয়া গ্রামে ভাড়ার বাসায় বসবাস করতো। স্বামী পরিত্যক্তা পারভীন বেগম ৫ বছর বয়সী একটা কন্যা সন্তান থাকলেও এটি ছিল সালাহউদ্দিনের প্রথম স্ত্রী। গতকাল দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালাউদ্দিন স্ত্রী পারভীনের গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পারভীনের মৃত্যু নিশ্চিত জেনে ঘরে তালা দিয়ে সালাহউদ্দিন পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি জানাজানি হলে নড়াইলের বিছালী ফাঁড়ি পুলিশ সালাহউদ্দিনকে আটক করে ফুলতলা থানায় সোপর্দ করে। এদিকে খবর পেয়ে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খান, ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী আটককৃত সালাহউদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা প্রকাশ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।