ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা এম এম কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র ফারদিন আলম রিসান (১৭) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—-রাজেউন)। ফুলতলার দামোদর গ্রামের বাসিন্দা মোঃ শাহীন আলম মোড়লের একমাত্র পুত্র রিসান গত কয়েকমাস ধরে ব্রেইন টিউমার রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বাদ জোহর দামোদর পূর্বপাড়া সরকারি প্রাইমারী স্কুল মাঠে জানাযা শেষে উপজেলা সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ভাইস চেয়ারম্যান গাওসুল আযম হাদী, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, শিল্পপতি ফেরদৌস ভুইয়া, ব্যবসায়ী গণি সরদার, কম. আনছার আলী মোল্যা, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, সরদার শাহাবুদ্দিন জিপ্পী, আবু তাহের রিপন, এস কে আলী ইয়াছিন, সাহিদুল ইসলাম মোল্যা, বিএনপি নেতা হাসনাত রেজভী মার্শাল, বণিক নেতা মনির হাসান টিটো, রবীন বসু, এস কে মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, আশরাফুল আলম কচি, ছাত্রলীগ নেতা মঈনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম হোসেন প্রমুখ।