ফুলতলা প্রতিনিধিঃ স্ত্রী জোহরা খাতুন (৩৮) এর মরদেহ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেল স্বামী বাবুল হাওলাদার (৪০)। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ফুলতলা বাজারের মৃতঃ প্রফেসর আঃ জলিলের বাড়ির ভাড়াটিয়া ও চা বিক্রেতা বাবুল হাওলাদার বৃহস্পতিবার রাতে তার অচেতন স্ত্রীকে নিয়ে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের জরুরী বিভাগে রেখে পালিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষার করে গৃহবধুর আগেই মৃত্যু হয়েছে বলে জানান। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে ফুলতলা থানায় অপমৃত্যু মামলা (৪/১৮, তারিখ-২৮/০৬/১৮) দায়ের হয়েছে। অপরদিকে স্বামী বাবুল আক্তারের রহস্যজনক পলায়ন ও গৃহবধুর মৃত্যু হত্যা না আত্মহত্যা সেটি নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। থানার এসআই মাহমুদ হোসেন বলেন, ময়নাতদন্তের রিপোর্টে গৃহবধুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।