যশোর: মটরসাইকেলের ধাক্কায় আহত ভ্যান চালক রবিউল ইসলাম (৬৫) মারা গেছেন। তিনি যশোরের চৌগাছার ধুলিয়ানি এলাকার বিনদা সরকারের ছেলে।
নিহতের স্বজন জাহিদ জানান, শুক্রবার সকাল ৮টার দিকে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন রবিউল ইসলাম। পথিমধ্যে সিংহঝুলি মোল্যাবাড়ি মোড়ে পৌছুলে পিছনে থেকে মটরসাইকেলে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পরে তাকে বাড়িতে নিয়ে গেলে রাত ৮টার দিকে মাথা দিয়ে অতিরিক্ত ক্ষরণ হয়। এসময় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।