খুলনা: খুলনা বিভাগের নিরাপত্তা সম্পর্কে সার্বিক সচেতনতা বৃদ্ধি ও জানমালের নিরাপত্তা সংক্রান্ত সভা সোমবার সকালে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্তসমূহ ঃ চলাচলের বিঘœ সৃষ্টি করে মহাসড়কের ওপর যেন পশুর হাটসহ অন্যান্য হাট-বাজার না বসে, ভাঙ্গা রাস্তাগুলো দ্রুত এবং মানসম্পন্নভাবে মেরামত করা, কৃত্রিম সংকট তৈরি করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন বৃদ্ধি না পায় সেদিকে নজর রাখা, নির্দিষ্ট স্থানে পশু কুরবানি করা ও আবর্জনা দ্রুত অপসারন করা। এছাড়া সরকারি দপ্তর ও শপিংমলে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহারের ওপরও আলোচনা করা হয়।
সভায় খুলনা বিভাগের সকল সরকারি দপ্তরের প্রতিনিধি ও ১০ জেলার জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।