ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন মঙ্গলবার বিকাল ৩টায় ফুলতলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন। ইউএনও আহমেদ জিয়াউর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ওসি মোঃ মনিরুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল মজিদ, ডাঃ স্বপন কুমার রায়, কৃষি কর্মকর্তা মোছা ঃ রীনা খাতুন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, শেখ আবু বাশার, মাওঃ সাইফুল হাসান খান, আওয়ামীলীগ নেতা কাজী আশরাফ হোসেন আশু, মৃৃনাল হাজরা, আবু তাহের রিপন, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, সমবায় কর্মকর্তা খন্দকার জিল্লুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম বদিউজ্জামান, শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান, চায়না রানী দত্ত, আবসিক প্রকৌশলী আবুল হাসান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, বন কর্মকর্তা মোঃ জহুরুল হক, চিত্তরঞ্জন সরকার প্রমুখ। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাদ ও সুষ্ঠু করতে পারস্পরিক সহযোগিতার গুরুত্তারোপ করা হয়।