ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ জেলা গোয়েন্দা পুলিশ ফুলতলার জামিরা ইউনিয়নের ডাউকোনা গ্রামের এক অভিযান চালিয়ে নড়াইলের তালিকাভুক্ত সন্ত্রাসী আকতারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুল (৪৫) কে ২টি দেশীয় সার্টারগান ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার সকালে ডাউকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে আকতারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুলকে আটক ও তার কাছ থেকে ২টি দেশীয় সার্টারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। সে নড়াইল সদরের মৃতঃ লাল মিয়া বিশ্বাসের পুত্র। তার বিরুদ্ধে নড়াইলের বিভিন্ন থানায় মাদক, সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজির অন্ততঃ ১৩টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের এসআই মোল্যা লুৎফর রহমান বাদি হয়ে ফুলতলা থানায় মামলা (নং-১, তারিখ-৪/০৯/১৮) দায়ের করেন। গতকাল তাকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড আবেদন জানানো হয়।