ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর প্রাণ প্রকৃতি সাজাই-এ শ্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ফুলতলা শাখার উদ্যোগে গ্রামীন উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে গতকাল বিকালে ফলদ বৃক্ষ চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে ফুলতলার ডাউকোনা স্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিরা ইউপি সদস্য মাওঃ সাইফুল হাসান খান। স্বাগত বক্তৃতা করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ ইফতেখার হোসেন আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রীনা খাতুন। প্রকল্প কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহাসিন আলী সরদার, ব্যাংক কর্মকর্তা আবুল হাসান, আজিজুল ইসলাম, মোঃ কপিল উদ্দিন প্রমুখ। ব্যাংকের পক্ষ থেকে প্রকল্পের ২ হাজার ৬শ’ সদস্যকে ১টি করে এবং ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষ চারা বিতরণ করা হয়।