নওয়াপাড়া অফিসঃ যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামের তৈয়েব শেখকে (৫৫) গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে একটি মাদক মামলার সাক্ষী ছিল । বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটায়। পারিবারিক সূত্রে জানা যায়, তৈয়েব শেখ প্রতিদিনের অভ্যাস মত রাতের খাবার খেয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ২টার সময় তার চিৎকারে বাড়ীর মানুষের ঘুম ভেঙ্গে যায়। বাড়ীর লোকজন ছুটে এসে তার গায়ের লাগা আগুন নিভিয়ে দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে খুমেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে স্থানীয় ভাটপাড়া ক্যাম্পের আইসি এসআই আবদুল মান্নান জানিয়েছেন, কে বা কারা কৃষক তৈয়েব শেখের গায়ে পেট্রোল জাতীয় দ্রব্য দিয়ে আগুন ধরিয়ে দিতে পারে বলে পারিবারিক সূত্রের দাবী। ঘটনাস্থলে গিয়ে আমরা পেট্রোলের গন্ধ এবং আগুন দেয়ার কাজে ব্যবহৃত মশাল জাতীয় একটি বস্তুও পেয়েছি। নিহত তৈয়েব শেখ মৃত কেরামত শেখের ছেলে। এলাকাবাসী জানায়,নিহত তৈয়ব একটি মাদক মামলার সাক্ষী ছিলেন এবং আসামীরা তাকে অনুকূলে আনতে ব্যর্থ হয়েছিল বলে একটি সূত্র জানায়।