নিজস্ব প্রতিবেদক : জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে গাজা ও ইয়াবাসহ মোঃ পান্নু শেখ (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। পরবর্তীতে ভ্রম্যমান আদালতের মাধ্যমে তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আদালতটি পরিচালনা করেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী। রোববার (৯ সেপ্টেম্বর) সকালে তেরখাদা উপজেলা কুশলা উত্তর পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানার নেতৃত্বে একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মৃত আঃ লিতফ শেখের পুত্র মোঃ পান্নু শেখকে ১৫০ গ্রাম গাজা ও ৪০ পিস ইয়াবাসহ আটক করেন। পরবর্তীতে ভ্রম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটক আলী তাকে এক বছর বিনাশ্রম কারাদ- প্রদান করেন।