ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ক্রেনের তার ছিড়ে কপ্পা পড়ে নাজমুল গাজী (৩৫) নামে এক নলকুপ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনা ঘটে শনিবার বিকালে ফুলতলার বাড্ডাগাতি গ্রামের মোদাচ্ছের বিশ্বাসের বাড়িতে। এলাকাবাসি জানায়, মোদাচ্ছের বিশ্বাসের বাড়িতে গভীর নলকুপ স্থাপনকালে গতকাল বিকালে ক্রেনের তার ছিড়ে ভারী কপ্পাসহ আরও কয়েক নলকুপ শ্রমিক নাজমুল গাজীর শরীরের উপর পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। তিনি সাতক্ষীরার সোহরাব গাজীর পুত্র।