ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে শনিবার সন্ধ্যায় আঠারমাইল বাজারে দু’পক্ষের মধ্যে মারাপিটের ঘটনা ঘটেেেছ। এ ঘটনায় উভয় পক্ষের মোট ৭ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সুত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে উপজেলার মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি নিয়ে আঠারমাইল বাজারের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়। কিছুক্ষণ পরেই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ নুরুদ্দিন আল মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে যান এবং কমিটি গঠন ও অনুমোদন নিয়ে আলোচনা শুরু করেন। কিছুক্ষণ পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ চৌধুরী ও সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের লোকজন দু’ভাগে বিভাক্ত হয়ে কথা কাটাকাটি করে এবং উত্তেজনা দেখা দেয়। তখন উর্দ্ধতন নেতৃবৃন্দরা পরিবেশ শান্ত করেন এবং কমিটি গঠন প্রক্রিয়া স্থাগিত করে চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় আঠারমাইল বাজারে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। মারামারিতে হামিদ গ্রুফের সুনীল কুমার বৈদ্য (৩৫), জাকির হোসেন (৩৫) হায়দার আলী মোড়ল (৫০), মমিনুল ইসলাম (৪০), শাহিনুর রহমান মোড়ল (৩৫) এবং চেয়ারম্যান গ্রুফের কামরুল ইসলাম (৪০) ও জাহিদুল ইসলাম বাবুসহ (৩০) মোট ৭জন আহত হয়। এদের মধ্যে জাকির হোসেন, হায়দার আলী, মমিনুল ইসলাম খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ প্রসঙ্গে সভাপতি আব্দুল হামিদ চৌধুরী বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই চেয়ারম্যান ও তার লোকজনের বাধায় সভা পন্ড হয়ে যায় এবং পরদিন আমার লোকজন বাজারে গেলেই অর্তকিত ভাবে তাদের ওপরে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করেছে। ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, সভাপতির পক্ষ হয়ে কিছু জামাত-বিএনপি লোক মিটিং-এ কথা বলার চেষ্টা করছিল তাই প্রতিবাদ করা হয়। আর এই নিয়েই পরদিন একটু ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তবে কোন মারামারি হয়নি।