বটিয়াঘাটা প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও তার প্রেস সচিব জাতীয়পার্টির মনোনিত খুলনা-১ আসনের এমপি প্রার্থী সুনীল শুভ রায়ের নির্বাচনী প্রচার প্রচারনার অংশ হিসেবে জাতীয়পার্টি ও সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে ছবি সম্মিলিত প্যানা গত ২০ আগষ্ট থেকে ২৬ সেপ্টেম্বর থেকে উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন বাজার সহ জন গুরুত্বপূর্ন স্থানে লাগানো হয়। একটি স্বার্থন্বেষী মহল উপজেলার বটিয়াঘাটা ব্রিজ, চক্রাখালী বাজার, আশিক নগর, গল্লামারী, সাচিবুনিয়া, বিশ্বরোড়, সদর কলেজ চত্বর, খড়িয়াগেট, কাতিয়ানাংলা বাজার, গাওঘরা মধ্যপাড়া, গায়েরহাট, চরডাঙ্গী, কল্যানশ্রী, কাঁটাখালী, ভান্ডারকোট, হেতালবুনিয়া মধ্যপাড়া, হাটবাটি, খেঁজুরতলা, বরণপাড়া, গোপালখালী উল্লেখযোগ্য। ঘটনাটিকে কেন্দ্র করে উপজেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি মোঃ শাওন হাওলাদার গত ২৭ সেপ্টেম্বর থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে অভিযোগ দাখিল করে। অভিযোগটি আমলে নিয়ে থানা পুলিশের এসআই মোঃ আছাদুজ্জামান ও এএসআই মল্লিক শরিফ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল শনিবার দিন ব্যাপী ছাত্রসমাজের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন বাজার ও জনগুরুত্ব পূর্ন স্থানে মাইকিংয়ের মাধ্যমে প্রচার ও দোষিদের ধরিয়ে দেওয়ার জন্য ৫হাজার টাকা পুরুস্কার ঘোষনা করা হয়।