ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা থেকে প্রকাশিত দৈনিক সংযোগ প্রতিদিন পত্রিকার সম্পাদক এমরানুল ইসলাম রুমনের পিতা ও বঙ্গবন্ধু পরিষদ খুলনা জেলা সহসভাপতি অর্থনীতিবিদ ড. মাহাবুব উল ইসলামের মেঝ ভাই ফুলতলার পায়গ্রামকসবা নিবাসী আলহাজ্ব মতিনুল ইসলাম (৮৪) বুধবার সকাল ৬টায় খুলনার একটি ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…… রাজেউন)। মত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র ও ২কন্যাসহ বহু আতœীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদ আসর পায়গ্রাম কসবা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. মুরাদুল ইসলাম, মকিমুল ইসলাম, ফরটিস হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নিপুণ, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, কাজী আশরাফ হোসেন আশু, এ্যাড. তারেক হাসান মিন্টু, আলী আজম মোহন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, আলহাজ্ব আশরাফ হোসেন, মঈন উদ্দিন মোল্যা, শেখ মতলেব হোসেন, প্রভাষক গৌতম কুন্ডু, রবিউল ইসলাম মোল্যা, আশরাফুল আলম মোড়ল, এস কে সাদ্দাম হোসেন, ইউপি সদস্য মাহমুদুর রহমান চয়ন, কাজী জসিম উদ্দিন মুক্ত প্রমুখ।