বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে (তিন দিন ব্যাপী) ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার বিকাল ৫ টায় স্থানীয় পরিষদ মাঠ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ দেলোয়ার হোসেন। অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাস্থ্য কর্মকর্তা ডাঃ রামপদ সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা বঙ্কিম হালদার, মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সাংবাদিক ইন্দ্রজিৎ টিকাদার,যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, ওসি তদন্ত মোঃ ইব্রাহীম খলিল সোহেল,মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান,আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রউফ,খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন,জন সাস্থ্য প্রকৌশলী বিপ্রকাশ ঢালী,পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রলয় মিশ্র, পল্লি উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান যাথাক্রমে মনোরঞ্জন মন্ডল, আলহাজ্ব আশিকুজ্জামান, মোঃ হাদী উজামান হাদী, সরদার আব্দুল হাদী, ইসমাইল হোসেন মোল্ল্যা বাবু, মোঃ গোলাম হাসান, প্রধান শিক্ষক পংকোজ মল্লিক, সাংবাদিক মনিরুজ্জামান,সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক শাওন হাওলাদার, লোকজের, প্রধান শিক্ষক অনীল কুমার মন্ডল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল প্রমূখ। অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি মেলার স্টল গুলো পরিদর্শন করেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ ও প্রসাশন বিভিন্ন বিশষে অসামন্য অবদান রাখায় উপজেলা প্রেস ক্লাব, উপজেলা কৃষি অধিদপ্তর, পল্লী বিদুৎ সমিতি সহ বিভিন্ন দপ্তরকে ক্রেস্ট ¯^রুপ পুরস্কার বিতারণ করেন। অন্য দিকে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে ও বিশ্ব হাসি দিবস উদযাপন উপলক্ষে ভারতীয় টিভি চ্যানেলের কৌতুক অভিনেতা সজল কৌতুক অভিনয় করে মানুষকে হাসিয়েছে।