খুলনা : বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বইপড়া প্রতিযোগিতা আজ (মঙ্গলবার) সকালে খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক ও উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আগের তুলনায় বইপড়ার হার কমে গেছে। বইপড়লে মানুষের জ্ঞান সমৃদ্ধ হয়। এজন্য একাডেমিক পড়াশুনার পাশাপাশি বইপড়ার কোন বিকল্প নেই। তিনি বলেন, বই পড়ার বিষয়ে শিক্ষার্থীদের বেশি আগ্রহ থাকতে হবে। ডিজিটাল বাংলাদেশে তথ্যপ্রযুত্তিতে বিপ্লব ঘটেছে। ছেলেমেয়েরা কোথায় যায় ও কি করে এ ব্যাপরে অভিভাবকদের সব সময় খোঁজ রাখতে হবে।
খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সহাসভাপতি কবি বিষ্ণুপদ সিংহ। স্বাগত জানান যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও আভিভাবক উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি এ অনুষ্ঠানের আয়োজন করে।এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে প্রায় একশ ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।