ফুলতলা প্রতিনিধিঃ অজ্ঞাত দুর্বৃত্তরা আলাউদ্দিন চৌধুরী (৫২) নামে ফুলতলা বাজারের এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুত্বর জখম করলে প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টায় ফুলতলার দামোদর ইউনিয়ন ভুমি অফিসের অদূরে। তিনি ঐ গ্রামের মৃতঃ আরিফ চৌধুরীর পুত্র। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফুলতলা বাজার থেকে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়িতে ঢুকার আগ মূহুর্তে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গাসপাতালে নেয়। খবর পেয়ে ওসি মোঃ মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে।