বটিয়াঘাটা প্রতিনিধি : চার্জে রাখা ইজিবাইকে হাত দেয়ায় বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে উপজেলার সুরখালী ইউনিয়নের কল্যাণশ্রী গ্রামে এক যুবকের মৃত্যু ঘটেছে। নিহত যুবকের লাশ শনিবার দুপুরে ময়না তদন্ত শেষে পুলিশ স্বজনদের নিকট হস্তান্তর করে। পুলিশ এবং স্থানীয়রা জানান, কল্যাণশ্রী গ্রামের আমীন শেখ তার মুদি দোকানের পিছনে একটি ইজিবাইক ভাড়ার বিনিময়ে চার্জে দেয়। অরক্ষিত ভাবে চার্জে থাকা ইজিবাইকটি বিদ্যূতায়িত হয়ে পড়ে। শুক্রবার বিকেলে একই গ্রামের যুবক ইরান সরদার (২৭) পিতা আব্দুল গনি সরদার ইজিবাইকে হাত দেয়ায় সে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে পড়ে। কিছুক্ষণ পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। খোলা জায়গায় চার্জের ব্যবস্থা করায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিনে গেলে সুরখালী ইউনিয়নের সদস্য আবুল কালাম, সাবেক সদস্য শহিদুল ইসলাম, প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ শেখ, ডা: আজিজুর রহমান আজিজসহ অনেকেই জানান, দোকানের পিছনে খোলা জায়গায় টেলিভিশন চলে। সেখানে গ্রামের বহুলোক প্রতিদিন অনুষ্ঠান দেখতে আসে। তারা দোকান থেকে চা বিস্কুটসহ বিভিন্ন খাবার কিনে খায়। তারই পাশে প্রতিদিন ইজিবাইকটি চার্জে দেয়া হয়। খড়িয়াল গ্রামের বাবলু সেখ তার ইজিবাইকটি চার্জে দিয়ে চলে যায়। গত ৬ মাসের অধিক সময় ধরে সেখানে একই ভাবে চার্জ দিলেও গ্যারেজ মালিক আমিন সেখ সুরক্ষার কোন ব্যবস্থা নেয়নি। ঘটনার দিন প্রথমে ছোট একটি বাচ্চা ইজিবাইকে হাত দিয়ে বলে হাত ঝিন ঝিন করে কাপছে। বিষয়টি দেখার জন্য ইরান খাট থেকে উঠে ইজিবাইকে হাত দিতেই তাকে টেনে ধরে। এসময় অন্য একজন সুইচ বন্ধ করে দিলে ইরান মাটিতে পড়ে যায়। দোকান মালিক আমিন শেখের অসাবধনতার কারনেই ইরান দুর্ঘটনার শিকার হয়।