ফুলতলা (খুলনা) প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রোববার দুপুরে খুলনার ফুলতলা বাজারে অভিযান চালিয়ে ৩ জেলেকে ১২ হাজাার টাকা জরিমানা ধার্য ও আদায় এবং ২ লক্ষা টাকা মূল্যের ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার ও বিনষ্ট করেন। নির্ধারিত সময়ে মা ইলিশ সংরক্ষণে নিষিদ্ধ সময়ে কারেন্ট জাল বিক্রি কালে মোঃ ই¯্রাফিল ফকির (৪৫), সুশান্ত কুমার (৪৭) ও মোঃ লাল মিয়া (৫০) কে প্রত্যেকে ৪ হাজার টাকা করে জরিমানা ধার্য এবং আদায় করা হয়। এছাড়া জব্দকৃত প্রায় ২ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালতে অন্যান্যের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহা ও থানার এসআই তাপস কুমার উপস্থিত ছিলেন।