ফুলতলায় সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর’র মাতার ইন্তেকালঃ মন্ত্রীর শোক প্রকাশ

প্রকাশঃ ২০১৮-১১-০৪ - ১৯:৪৫

ফুলতলা প্রতিনিধিঃ ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ সাধারণ সম্পাদক এস কে মিজানুর রহমানের মাতা ফাতেমা বেগম (৮৫) রোববার বিকালে ফুলতলার দামোদর গ্রামস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪পুত্র, ৫কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বাদ এশা নিজ বাড়ির আঙিনায় জানাযা শেষে উপজেলা সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
এদিকে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ মিজানুর রহমানের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আত্মার শান্তি কামনা করেছেন। অনুরুপ বিবৃতি দিয়েছেন বণিক কল্যাণ সোসাইটির সভাপতি মোঃ ফিরোজ জমাদ্দার, সহসভাপতি রবিন বসু, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মনির হাসান টিটো, মোঃ মাসুম শেখ, মোঃ তারেক হাসান নাইচ, মোঃ আলমগীর খা, সদস্য আনিসুল ইসলাম মিন্টু, ইলিয়াস মোল্যা, রকিবুল ইসলাম, শাহীন সরদার, সাগর গাজী, আরমান ভুইয়া, জাহিদুল ইসলাম লাভলু প্রমুখ।