ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় পবিত্র মন্ডল (২২) নামের এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার মাধবকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় ঘটনার দিন দুপুরে উপজেলার মাধবকাঠি এলাকার গগন মন্ডলের ছেলে পবিত্র মন্ডল পারিবারিক কলহের জের ধরে সকলের অজান্তে নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় নিহতের কাকা মিহির মন্ডল বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।