বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী সার্ব্বজনীন শিব মন্দির উন্নয়নের লক্ষ্যে গ্রামবাসিদের নিয়ে এক আলোচনা সভা সোমবার সন্ধ্যা ৭টায় স্থানীয় মন্দির প্রাঙ্গনে প্রভাষক দেবপ্রসাদ টিকাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার কার্তিকের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি ছিলেন জলমা ইউনিয়নের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক দানবীর আলহাজ্ব আসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক মোঃ বজলুর রহমান, উপজেলা আ’লীগনেতা সুধাংশু রায়, আ’লীগনেতা ও সমাজসেবক পার্থ রায় মিঠু। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক সুব্রত টিকাদার, ইউপি সদস্যা তপতী বিশ্বাস, মোঃ আলমগীর সানা, উজ্জ্বল টিকাদার, পার্থ গোলদার, অঞ্জলী টিকাদার, প্রতিমা রায়, শান্তিলতা টিকাদার, পিয়াস গোলদার, সন্দিপ টিকাদার, মিনতি টিকাদার প্রমূখ। সভায় প্রধান অতিথি আর্থিক অনুদান সহ নির্মান সামগ্রী প্রদানের আশ্বাস্ত করেন।