নিজস্ব প্রতিবেদক : খুলনা ওষুধ প্রশাসনের উদ্যোগে ফার্মেসীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাকী হোমিও ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন। লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা ও বিক্রিয় নিষিদ্ধ ওষুধ মজুদ রাখার অপরাধে তাকে এ জরিমানা প্রদান করা হয়। জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মঙ্গলবার (২০ নভেম্বর) নগরীর বয়রা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তর খুলনা অফিস সূত্রে জানা গেছে, খুলনার ওষুধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুর রশীদ এর নেতৃত্বে ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ডিবি পুলিশের সহযোগিতায় নগরীর বয়রা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাকী হোমিও ফার্মেসীর মালিক রনজিত কুমার দাসকে লাইসেন্সবিহীন ফার্মেসী পরিচালনা করা ও বিক্রিয় নিষিদ্ধ ওষুধ মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে উল্লিখত অর্থ জরিমানা প্রদান করা হয়। অভিযানের সময় কেএমপি ডিবি পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।