ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বুধবার খুলনার ফুলতলা উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ইউএনও আহমেদ জিয়াউর রহমানের নিকট তিন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বিকাল সাড়ে ৩টায় মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম, আ.লীগ নেতা মোঃ আসলাম খান, শেখ আবিদ হোসেন, মৃনাল হাজরা, আবু সালেহ, সেলিম আহমেদ স্বপন, আবু তাহের রিপন প্রমুখ। এর পূর্বে বেলা ২টা ৪০মিনিটে বিএনপি নেতৃত্বাধীন ২৩দলীয় জোট মনোনীত প্রার্থী অধ্যাপক মিয়া মোঃ গোলাম পরওয়ার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সী মিজানুর রহমান, অধ্যাপক গোলাম কুদ্দুস, বিএনপির কওছার আলী জমাদ্দার, ফিরোজ জমাদ্দার, অধ্যাপক আঃ আলিম মোল্যা, আহসানুল হক লড্ডন, অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ প্রমুখ। এছাড়া বিকাল সাড়ে ৪টায় জাতীয় পার্টির নেতা সাঈদ আলম মোড়ল মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজিজ শেখ, সাহিদুল ইসলাম, ওমর ফারুক, জালাল মৃধা, রইচ মল্লিক প্রমুখ।