ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটাঃ খুলনা-১ আসনের আ’লীগের মনোনীত নৌকা মার্কা প্রতীকের প্রার্থী জেলা আ’লীগের সহ-সভাপতি ও বর্তমান এমপি পঞ্চানন বিশ্বাসের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন বর্তমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের অপর মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী শ্রীমন্ত অধিকারী রাহুল। শনিবার বেলা ১১টার দিকে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে বটিয়াঘাটা বাজারে এমপি পঞ্চানন বিশ্বাসের নিজস্ব বাসভবনে তার হাতে ফুলের নৌকা তুলে দিয়ে এ একাত্মতা প্রকাশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ হাদি উজ জামান হাদী, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্লা বাবু, আ’লীগনেতা মোশারফ হোসেন মুসা, সাবেক ইউপি সদস্য হুজ্জাত আলী, জলিল মেম্বর, কাতিবুর রহমান, অনুপম বিশ্বাস, মিলন মল্লিক প্রমূখ। শ্রীমন্ত অধিকারী এ সময় নৌকা প্রতীকের পক্ষে কাজ করার অভিব্যক্তি প্রকাশ করেন এবং পঞ্চানন বিশ্বাস এমপি তখন সকলকে মিষ্টিমূখ করান।