ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করলেন এসিল্যান্ড। বুধবার বিকেলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মেশিন ধ্বংস করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন জানান, ত্রিবেনী ইউনিয়নের নিশ্চিন্তপুর কালী নদীর পাল পাড়া ঘাটের নিকটবর্তী নদী তলদেশের একই স্থান হতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী তীরের বাড়ী ঘর বিলীন হয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ড্রেজার মালিক অভিযুক্ত জালাল আহমেদ পালিয়ে যায়। এসময় অবৈধ ড্রেজার মেশিন আগুনে জ্বালিয়ে ধ্বংস করা হয়। ইতিপূর্বেও একই ইউনিয়ন থেকে অবৈধ ড্রেজার মেশিন জ্বালিয়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।