বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই একটি স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র পেয়েছি: পঞ্চানন বিশ্বাস

প্রকাশঃ ২০১৮-১২-১৭ - ২০:৪৭

বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস বলেছেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বিধায় গোটা জাতি একটি স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র উপহার পেয়েছিল। তারই একক নেতৃত্বে দেশের আপামর জনসধারণ মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। স্বাধীনতার বিজয়ের এই মাসে তার হাতে গড়া দল আওয়ামীলীগ তারই যোগ্য উত্তরসূরী কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে ও দেশের অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় আওয়ামীলীগকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। তিনি সোমবার বিকাল ৩ টায় বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নের গরিয়ারডাঙ্গা কলেজ ময়দানে নৌকা প্রতীকের সমর্থনে এক নির্বাচনী জনসভায় প্রধান আতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইউনিয়ন আ’লীগের সভাপতি জাকির হোসেন লিটুর সভাপতিত্বে ও সম্পাদক রবীন্দ্র নাথ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, জেলা আ’লীগনেতা এড. নিমাই চন্দ্র রায়, এড. নবকুমার চক্রবর্তী, দাকোপ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার, জেলা পরিষদ সদস্য শোভা রানী হালদার ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মুশফিকুর রহমান সাগর। বক্তৃতা করেন আ’লীগনেতা রবীন্দ্রনাথ ঢালী, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, অধ্যাঃ ফিরোজুর রহমান, চেয়ারম্যান হাদী-উজ-জামান হাদী, চেয়ারম্যান আঃ হাদী সরদার, দেবপ্রসাদ বিশ্বাস, পলাশ রায়, চয়ন বিশ্বাস, মানস পাল, মুন্নাফ বিশ্বাস, বি এম মাসুদরানা, বুলু রায় গাঙ্গুলী, বীরমুক্তিযোদ্ধা আকরাম হোসেন, বীরমুক্তিযোদ্ধা মান্নান গোলদার, তুলশীদাস বিশ্বাস, শিউলী মিস্ত্রী, মোঃ সাকিব সিদ্দিকি, ওয়াহিদুজ্জামান, রবীন্দ্রনাথ বৈরাগী, খোকন মল্লিক, মহিদুল ইসলাম শাহীন, মিজানুর রহমান মিজান, অরিন্দম গোলদার, শশাঙ্ক রায়, রিয়াজুল ইসলাম রিপন, অতনু মন্ডল, অজয় বিশ্বাস, সুকেশ রায় প্রমুখ। জনসভায় হাজার হাজার লোকের সমাগম ঘটে।