দাকোপে মাদক বানিজ্য রমরমা

প্রকাশঃ ২০১৮-১২-২৩ - ২০:১২

দাকোপ, খুলনা : খুলনার দাকোপ সদর চালনাবাজার সহ প্রত্যান্ত গ্রাম গাঁ পর্যন্ত নির্বাচনী প্রচারনার সাথে সাথে নানা কৌশলে মাদকের রমরমা বানিজ্যটিও চলছে বলে এলাকাবাসির অভিযোগ।

জানাগেছে, দীর্ঘকাল যাবৎ শুধুমাএ দাকোপ সদর চালনাবাজার,বাজুয়াবাজার,বানিশান্তাবাজারে মাদকের ছড়াছড়ি ছিল কিন্তু গত এক/দেড় বছর যাবৎ মাদক ব্যবসাটি উপজেলার অধিকাংশ ছোট ছোট বাজার এমনকি গ্রামে গ্রামে নানা শ্রেণীর মাদক বিকরি হচ্ছে বিশেষ করে গাঁজা,ফেনসিডিল,হিরোইন এবং এর সাথে বর্তমানে যোগ হয়েছে ইয়াবা ট্যাবলেট।নির্বাচনী প্রচারনার মুহুর্তে মাদক ব্যবসাটি বেড়ে গেছে বলে এলাকার অনেকের অভিযোগ।দাকোপ থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মাঝে মাঝে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকদ্রব্য আটক করলেও কোন ভাবেই বন্ধ হচ্ছে না মরন নেশা মাদকের বানিজ্য।একদল আটক হলে নতুন নতুন ব্যবসায়ীদের উদ্ভব হচ্ছে আর চিহ্নিত ব্যবসায়ীরা আটক হলেও তাদের ব্যবসা কখনও বন্ধ থাকে না,তাদের নিয়োগকৃত লোকজন বানিজ্য চালিয়ে যায়। মাদক বানিজ্যে বর্তমান নতুন যুক্ত হয়েছে মহিলা,নেশাগ্রস্থ যুবক ও শিশু । অভিনব পন্থায় মহিলারা বাড়ি বাড়ি মোড়ে মোড়ে খরিদ্দারের কাছে মোবাইলে যোগাযোগের মাধ্যমে নিরাপদে মাদক পৌছে দেয় ।জানাগেছে কেউ সম্পূর্ন গোপনে আবার কেউবা নিয়মিত বখরা দিয়ে বানিজ্য করে চললেও বিশেষ বিশেষ অভিযানের সময় এরা আটক হয়ে কদিন বাদেই আবার জামিনে এসে পুরোদমে বাণিজ্য শুরু করে খরচের বাড়তি টাকা দ্রুত তোলার চেষ্টা চালায়। খোজ নিয়ে আরো জানা যায় মদ ও মাদকের ব্যবসায়ীদের দন্ধের কারনে মাঝে মাঝে কেউ কেউ আটক ও হয়রানির শিকার হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে এলাকাবাসির । যুব সমাজকে বাঁচাতে সম্প্রতি মাদকের বানিজ্যের বিরুদ্ধে দাকোপের সম্মিলিত ব্যবসায়ী সমিতি আন্দোলনের ডাক দিয়ে এলাকায় মাকিংও হয় তবে নির্বচনের প্রচার প্রচারনার কারনে কর্মসূচি আপাতত বন্ধ রাখা হয়েছে বলে উদ্যোগক্তরা জানান ।