ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলায় শ্বশুরবাড়ির লোকজনের হাতুড়ির আঘাতে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক গাজী শফিকুল ইসলাম (৫৪) নামের এক ব্যাক্তি খুন হয়েছেন। এ ঘটনা ঘটে সোমবার বিকাল ৫টায় ফুলতলার যুগ্নিপাশা গ্রামে। তিনি উত্তরডিহি গ্রামের মৃতঃ গাজী আব্দুল বারির পুত্র।
পুলিশ ও নিহতের বড় ভাই সাদী গাজী জানান, সোমবার বিকালে শফিকুল ইসলাম যুগ্নিপাশায় তার শ্বশুরবাড়িতে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটাতে গেলে শ্যালক আবুল কালাম আজাদ ওরফে দোলন শেখ (৫২), স্ত্রী নাসরিন সুলতানা পপি বেগম (৪০), তার পুত্র সুজন শেখ (৩২) এবং রাজন শেখ (২৫) হাতুড়ি দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় নিহতের বড় ভাই সাদী গাজী (৫৫) ও জ্যোতি শেখ গুরুতর আহত হয়। এলাকাবাসি শফিকুল ইসলামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেকেè ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। থানার ওসি মোঃ মনিরুল ইসলাম এবং ওসি (তদন্ত) উজ্জ্বল দত্ত ঘটনাস্থল পরির্শন করেন। এ ঘটনায় দোলন শেখের স্ত্রী নাসরিন সুলতানা পপি বেগমকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।