ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : জাতীয় স্কুল,মাদ্রাস ও কারিগরী ক্রীড়া সমিতির উপজেলা পর্যায়ের ৪৮ তম শীতকালীন খেলাধুলা,ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী সভা মঙ্গলবার বিকাল ৩ টায় স্থানীয় পরিষদ ময়দানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপাতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, মাদ্রসা সুপার বোরহান উদ্দিন, সুপার ইউসুফ আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাঞ্চিলাল মল্লিক, সাধারণ সম্পাদক পংকজ বিশ্বাস, প্রধান শিক্ষক যথাক্রমে অনিল কুমার মন্ডল, তপন কুমার বিশ্বাস, অন্নদা শংকর রায়, পংকজ বৈরাগী, বিমল কৃষ্ণ বৈরাগী, অজিৎ কুমার চৌধুরী, পুরুষোত্তম রায়, সাহেব আলী, ক্রীড়া শিক্ষক মৃত্যুঞ্জয় বিশ্বাস, অশোক কুমার, ভঞ্জন অধিকারী, সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।