জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন অরিত্র ঘোষ

প্রকাশঃ ২০১৯-০১-২৬ - ১৯:৩৫

বটিয়াঘাটা প্রতিনিধি : জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় এবারও খুলনা জেলা চ্যাম্পিয়ন হয়েছে বটিয়াঘাটার হোগলবুনিয়া-হাটবাটী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র অরিত্র ঘোষ পুষ্পক। গতকাল শনিবার সকাল ১০ টায় খুলনা জেলা প্রশাসন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে স্থানীয় মহানগরীর এসওএস হারমান মেইনার স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ চ্যাম্পিয়ন হয়। অরিত্র বাংলাদেশ দাবা ফেডারেশনের রেটিং আন্তর্জাতিক দাবাড়ু। সে ইতিপূর্বে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে গোল্ড মেডেল অর্জন করে। শুধু তাই নয়, বিগত তিন বছর ধরে সে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সে উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের ডীন অফিসের সেকশন অফিসার চন্দনা বিশ্বাসের একমাত্র পুত্র। তার একমাত্র বোন শ্রীজা ঘোষ পঞ্চম শ্রেণীর ছাত্রী দাবা বালিকাতে উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করে। এখানেই শেষ নয় অরিত্রর ভাগ্নি হেঃ কোঃ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী হিয়া ঘোষ এই প্রতিযোগিতায় খুলনা জেলা পর্যায়ে সাধারণ জ্ঞান জিজ্ঞাসার উপর জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হিয়া ঘোষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী (এলপিআর) রমেশ চন্দ্র ঘোষ এর একমাত্র নাতনি।