বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে গ্যাস সিলিন্ডারের আগুনে ঝলসে তোয়া (৪) নামে এক শিশু কণ্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত তোয়া বেনাপোল পাটবাড়ী গ্রামের বাদশা মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মা সুমাইয়া খাতুন বাহিরে পানি আনতে যায়। শিশু তোয়া খেলার ছলে বাসাবাড়ীতে থাকা গ্যাস সিলিন্ডারের গ্যাস ছেড়ে দিয়ে কলমের মাথায় আগুন ধরিয়ে খেলা করছিল। কলমের আগুন সিলিন্ডারের পাইপে পড়ে মুহুর্তেই গ্যাসের পাইপ পুড়ে আগুন ধরে যায়। এ আগুনে তার পুরো শরীর ঝলসে যায় এবং সঙ্গে সঙ্গে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শিশুটির মৃতদেহ দেখে বার বার মুর্ছা যায় পরিবারের সদস্যরা। এসময় স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে শোকে মূহমান পুরো এলাকা। বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, বেনাপোলে গ্যাস সিলিন্ডারের আগুনে ঝলসে তোয়া নামে এক শিশু কণ্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি ইউডি মামলা হয়েছে।