শিক্ষার্থীদের লেখাপাড়ার পাশাপাশি নিয়মিত শারিরীক চর্চা করতে হবে- নারায়ন চন্দ্র চন্দ

প্রকাশঃ ২০১৯-০৩-০৯ - ২০:৩৪

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ৫ আসনের এমপি নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ‘‘সুস্থ দেহে সুস্থ মন খেলাধুলার মাঝেই সুস্থ জীবন’’ এ কথাটি বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের লেখাপাড়ার পাশাপাশি নিয়মিত শারিরীক চর্চা করতে হবে। শিক্ষক ও অভিভাবক সমন্বয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানষিক বিকাশে উৎকর্ষ সাধন সম্ভব।
শনিবার বিকালে ফুলতলা পাবলিক স্কুলের ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। স্বাগত বক্তৃতা করেন স্কুল পরিচালক আলহাজ্ব ডাঃ গাজী আঃ আজিজ। স্কুলের উপদেষ্টা হুমায়ুন কবির ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমএ সালাম, মোঃ আসলাম খান, অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ, শিল্পপতি হাসান ইমামুল হক ভুইয়া, মৃনাল হাজরা, প্রধান ডাঃ সুলতানা ফারুক, ডাঃ ইসমাইল হোসেন। প্রভাষক গাজী এনামুল হক ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ফাতেমাতুজ্জোহরা, শিক্ষক রফিকুল ইসলাম, আশিকুর রহমান জনি প্রমুখ।