খুলনায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশঃ ২০২৫-১২-০৭ - ১৬:৩৮

ডেস্ক রিপোর্ট : খুলনায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গোলাম মোস্তফা মনা (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরীর দোলখোলা মতলেবের মোড়ে আবুর বস্তিতে এ ঘটনাটি ঘটে।
এর আগে মনাকে স্থানীয়রা বেদম প্রহার করে খুলনা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা। সে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানায়, ৯ বছরের ওই শিশুটি নানীর সাথে দোলখোলা মতলেবের মোড়ে আবুর বস্তিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। শুক্রবার রাত ৯ টার দিকে ৯ বছরের শিশুকে একা ঘরে রেখে নানী বাইরে যায়। কেউ না থাকার সুযোগে গোলাম মোস্তফা মনা ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে পাশের ঘরের এক নারী বিষয়টি আচ করতে পেরে আরও কয়েকজনকে ডেকে ওই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে। পরবর্তীতে স্থানীয়রা এসে মনাকে ব্যাপক মারধর করে খুলনা পুলিশের নিকট হস্তান্তর করে। আহত ওই ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছে।
খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, শনিবার রাতে ভিকটিমের চাচা বাদী হয়ে থানায় গোলাম মোস্তফা মনার বিরুদ্ধে নারী শিশু নির্যতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামি গুরুতর অসুস্থ থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার দুপুরে শিশুটিকে ২২ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য আদালতে নেওয়া হবে।