বিজ্ঞপ্তি : খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে, জেলা গোয়েন্দা শাখা, খুলনার সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান ও আইন শৃংক্ষলা রক্ষা ডিউটি পরিচালনাকালে ডুমুুরিয়া থানাধীন মাগুরঘোনা হয়ে মোটরসাইকেলে মাদকদ্রব্য নিয়ে মালতিয়া গ্রাম থেকে আসামী ১। মোঃ মোজাফ্ফর মোড়ল (৩০),পিং-মৃত আনোয়ার মোড়ল, সাং-মাঘুরঘোনা ২। মোঃ সোহাগ শেখ (২৮), পিং মোঃ আবুল শেখ, ৩ । মোঃ মাসুম গাজী (২৩), পিং- মোঃ নুর আলী গাজী, উভয় সাং- মালতিয়া, সর্বথানা- ডুমুরিয়া জেলা- খুলনা। ইং ০৭/০৪/২০১৯ খ্রিঃ তারিখ ২১.২৫ ঘটিকার সময় গ্রেফতার পূর্বক ১ নং আসামীর পরিহিত লুঙ্গির সামনের দিকে ডান পাশের ভাজের মধ্যে ৩ বোতল ও বাম পাশের ভাজের মধ্যে ২ বোতল ফেন্সিডিল ২ নং আসামীর পরিহিত প্যন্টের সামনের ডান পকেটের মধ্যে থেকে ২ বোতল ও কোমরে সামনের দিকে জাঙ্গিয়ার মধ্যে ২ বোতল ফেন্সিডিল এবং ৩ নং আসামীর পরিহিত প্যন্টের সামনের কোমরে গোজা ১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের, পুলিশ পরিদর্শক(নিঃ)/সেখ কনি মিয়া, বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক মামলা দায়ের করেন।