ছাতক (সুনামগঞ্জ): ছাতকে বলৎকারের অভিযোগে আল মামুন তালুকদার নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার ১০অক্টোবর সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রনয় কুমার দাস এ দন্ডাদেশ প্রদান করেন। অভিযুক্ত আল-মামুন ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের শফিকুল হক তালুকদারের পুত্র। এক শিশুকে বলৎকারের অভিযোগ এনে বারকাহন গ্রামের আফজল মিয়ার স্ত্রী ও শিশুর মাতা আলেয়া বেগমের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে দায়েরী মামলা (১৭৩/১৫) এর প্রেেিত আদালত এ দন্ডাদেশ প্রদান করেন।