দাকোপ প্রতিনিধি : দাকোপে ইউপি চেয়ারম্যানের ঘোষিত বাজেট প্রত্যাখান করে তার বিরুদ্ধে অভিযোগ এনে সংশ্লিষ্ট ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে।
জানা যায়, বুধবার উপজেলার ৭ নং তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান রনজিত মন্ডল ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষনা করে। সংশ্লিষ্ট ইউপির ৭ জন সদস্য স্বাক্ষরিত অভিযোগে দাবী করে বলেন, চেয়ারম্যান রনজিত মন্ডল সদস্যদের মতামত গ্রহন না করে সম্পূর্ন স্বেচ্ছাচারী কায়দায় জনস্বার্থ উপেক্ষা করে প্রহসন মূলক বাজেট ঘোষনা করেছে। ঘোষিত বাজেটে জনকল্যানের চিত্র ফুটে ওঠেনি। বরং অতীতের ন্যায় অর্থ আতœসাত এবং দূর্নীতি ও লুটপাটের জন্য এই বাজেট ঘোষনা করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করে তারা লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগের অনুলিপি খুলনা জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও দাকোপ প্রেসক্লাব বরাবর প্রেরন করা হয়েছে। অভিযোগে স্বাক্ষরকারী সদস্যবৃন্দ হলেন, সুপ্রভাত মন্ডল, হেলাল উদ্দিন সানা, কালীপদ শীল, চিত্র রঞ্জন সরকার, সঞ্জয় সরদার, নিশিত মন্ডল ও কালাম শেখ।