ফুলতলা অফিসঃ ফুলতলায় সিসিটিআই সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এহসান উদ্দিন চৌধুরী ওরফে হাসান চৌধুরীর কর্তৃক গ্রাহকের আত্মসাতকৃত সাড়ে ৪ কোটি টাকা ফেরতের দাবিতে শিকিরহাট সড়কস্থ হাফ রাস্তায় চৌধুরী বাড়ির সম্মুখে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রোববার সকাল ১০টা থেকে ঘন্টা ব্যাপী ক্ষতিগ্রস্থ মহিলা-পুরুষ সমন্বয়ে এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন মোল্যা। অনুষ্ঠানে কর্মসুচির প্রতি একাত্বতা প্রকাশ করেন বক্তৃতা করেন ফুলতলা ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, ইউপি সদস্য হালিমা বেগম হাসি, কবিতা বেগম, সোনালী বেগম, লাভলী রহমান, বণিক নেতা মাসুম শেখ, মিজানুর রহমান পিয়াল, মোঃ ফারুক মোল্যা, আবিদ হাসান, রমজান মাহমুদ অরণ্য, কে এইচ পাভেল, জসিম শেখ, ফয়সাল খান, ইরান শেখ প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ আগামী ১ সপ্তাহের মধ্যে হাসান চৌধুরীকে গ্রেফতার করা না হলে ফুলতলা বাসষ্টান্ড চত্বরে মানব বন্ধন, থানা এবং উপজেলা ঘেরাও কর্মসূচির ঘোষনা দেয়া হয়।
প্রসঙ্গতঃ ফুলতলায় সিসিটিআই সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি হাসান চৌধুরী অতিরিক্তি সুদ প্রদানের প্রলোভন দেখিয়ে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাত করে গত ৩ এপ্রিল অফিসের তালা বন্ধ করে আত্মগোপন করে।