আটরা : খানজাহান আলী থানাধীন আটরা আফিলগেট হারুন মিয়ার ভাড়াটিয়া মোঃ মনির হোসেনের কিশোরী কন্যা গত ইং ১১/১০/২০১৭ রাত আনুঃ ২:০০ টার সময় ধর্ষিতা হয়। ধর্ষিতার পিতা ও থানা সূত্রে জানা যায়, মনির হোসেন আফিলগেট হারুন মিয়ার বাড়ী ২রুম বিশিষ্ট ঘরে ভাড়া থাকে, তার স্ত্রী গত ১১/১০/২০১৭ইং তারিখ রাত ১০:০০টায় মিলে ডিউটিতে যায় এমতাবস্থায় এক রুমে ৩ বৎরের পুত্র ও কন্যা ঘুমিয়ে থাকে। অপর রুমে মনিকার পিতা ঘুমিয়ে থাকে। হঠাৎ আনুঃ রাত্র ২:৩০ মিনিট এর সময় ঘুম থেকে জেগে দেখে মেয়ের ঘরের দরজা খোলা। ঘরে মেয়ে নাই। এ সময় মনিকা কাঁপতে কাঁপতে বাহির থেকে আসে এবং বলে পাশের বাড়ীর ভাড়াটিয়া লাল মিয়া হওলাদার, সাং-পঞ্চকড়ন, থানা-মোড়েলগঞ্জ, জেলা- বাগেরহাট এর পুত্র মাইন হাওলাদার -(২১) তাকে ঘমন্ত অবস্থায় ঘর থেকে তুলে নিয়ে ধর্ষন করেছে। কিশোরীর পিতা-পুলিশকে জানালে খানজাহান আলী থানা পুলিশ দ্রুত ধর্ষক মাইন হাওলাদারকে আটক করে। এ ব্যাপারে কিশোরীর পিতা-মনির হোসেন বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করে। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নং-(৩) (১২/১০/২০১৭) ।